সৌদিতে কাজ শেষে ফেরার পথে বাংলাদেশি নিহত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/07/image-75182-1532846501.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
সৌদি আরবে কাজ শেষে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নুরুল ইসলাম বাদশা (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার রাত ১১টার দিকে সৌদির জিজান জেলার দারব এলাকার পতেহা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরুল ইসলাম বাদশা কক্সবাজারের পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের মিয়াপাড়ার মধু মাঝির বাড়ির আবু তাহেরের ছেলে।
আহতরা হলেন- পেকুয়া উপজেলার উজানটিয়া এলাকার মো. নুরুন্নবী (২৭), মিয়াপাড়া এলাকার আসাদু মিয়া (২৩), মো. ছোটন (২৫) ও কক্সবাজার সদর উপজেলার মো. আব্দুল্লাহ (২৪)।
সৌদি আরবে প্রবাসী পেকুয়া উপজেলা সদরের মিয়াপাড়ার বাসিন্দা মোরশেদ হাসান বলেন, দ্রুতগতির গাড়িটি নিয়ন্ত্রণ হারালে উল্টে গিয়ে দুমড়েমুচড়ে যায়। এতে বাদশা ঘটনাস্থলে নিহত ও চারজন আহত হন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন