সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চাটখিলের হেলাল নিহত
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহত ২২ জনের মধ্যে একজন মো. হেলাল উদ্দিন (৩৪)। হেলালের বাড়ি নোয়াখালীর চাটখিল উপজেলার ২ নম্বর রামনারায়ণপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে।
বছরখানেক আগে মো. হেলাল সৌদি আরবে যান। সেখানে তিনি একটি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ছিলেন। তার তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।
হেলালের ছোট ভাই মো. রিপন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার ভাই হেলাল উদ্দিনের কর্মরত কোম্পানি থেকে ওমরাহ করার জন্য চারজন একসঙ্গে মক্কা নগরীর উদ্দেশে রওনা হয়েছিলেন। সেখানে সড়ক দুর্ঘটনায় তিনজনই মারা যান।
নিহতের খবর শোনার পর থেকে হেলালের বাড়িতে মা, স্ত্রী, ভাইসহ আত্মীয়স্বজন শোকে স্তব্ধ হয়ে যান। এমন মৃত্যু তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না।
উল্লেখ্য, সোমবার সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ইয়েমেনসংলগ্ন আসির প্রদেশের আভা জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ২২ জন নিহত ও ২৩ জন আহত হন। বিকেল ৪টার দিকে আগাবত শার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন