সৌম্যের ফিফটিতে জয়ের পথে টাইগাররা
ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে নেমে শুভ সূচনা করেছে বাংলাদেশ। ১৮২ রানে টার্গেটে ব্যাট করতে নামা বাংলাদেশ প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে।
দলীয় ৯৫ রানের মাথায় ব্যক্তিগত ৪৭ রানে কটবিহাইন্ড হয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। তার ৪৭ রানের ইনিংসটি ৬টি চারে সাজানো।
তবে এরপরও নিজের স্বভাবজাত ‘আগ্রাসী’ ব্যাট চালাতে থাকেন অপর ওপেনার সৌম্য সরকার। তিনি ৪০ বল খেলে ফিফটি স্পর্শ করেন বাউন্ডারি মেরে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ২৩ ওভারে ১ উইকেটে ১৪৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। সৌম্য ৬৬ রানে আর সাব্বির রহমান ২৪ রান নিয়ে ব্যাট করছেন।
এরআগে ডাবলিনের ম্যালাহাইডে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে মোস্তাফিজের কাটারের সামনে অসহায় আইরিশরা ৪৬.৩ ওভারে ১৮১ রানে অলআউট হয়।
মোস্তাফিজ ৯ ওভার বল করে মাত্র ২৩ রান দিয়ে চারটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন। এর মধ্যে রয়েছে দুটি মেডেন ওভার।
এছাড়াও এ ম্যাচের অভিষিক্ত স্পিনার সানজামুল ৫ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। অধিনায়ক মাশরাফি ২টি এবং সাকিব ও মোসাদ্দেক ১টি করে উইকেট ভাগাভাগি করে নেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন