সৌরশক্তিতে চলবে গুগলের কার্যক্রম !
মার্কিন সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান গুগল। বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহৃত সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান এটি। আপনার যা কিছু জানার প্রয়োজন গুগল মুহূর্তের মধ্যে তা সামনে হাজির করে দিচ্ছে।
সম্প্রতি গুগল নতুন একটি চুক্তি স্বাক্ষর করেছে। যেখানে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে তাদের ব্যবহৃত মোট শক্তির পুরোটাই সৌর ও বায়ুশক্তি থেকে নেওয়া হবে।
তিনটি এনার্জি কোম্পানির সঙ্গে এরই মধ্যে চুক্তি হয়েছে, যারা গুগলকে তিন গিগাহার্জের বেশি শক্তি সরবরাহ করতে সক্ষম। শক্তি সরবরাহকারী প্রতিষ্ঠানের সিনিয়র লিড অব এনার্জি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার স্যাম অ্যারনস বলেন, নবায়নযোগ্য বিদ্যুৎ ক্রয়ের ক্ষেত্রে গুগল অন্যতম। সে ধারাবাহিকতা তারা অব্যাহত রাখছে বলা চলে।
অবশ্য এ চুক্তির আগে গুগল থেকে টুইটারে একটি বার্তা দেয়া হয়। সেখানে বলা হয়, তাদের নবায়নযোগ্য বিদ্যুৎ ধারণক্ষমতা তিনটি প্রতিষ্ঠানের মিলিত ধারণক্ষমতারও বেশি। এমন টুইটের সঙ্গে তাল মিলিয়ে অ্যারন জানান, তারা সম্প্রতি সাউথ ডাকোটা, ওকলাহোমা, লোয়া ইত্যাদি স্থানের বায়ুশক্তি সংগ্রহ করে ৫৩৫ মেগাওয়াটের বেশি শক্তি যোগ করেছেন।
উল্লেখ্য, গুগল ৩ দশমিক ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করে শক্তি অবকাঠামো খাতে। এর মধ্যে দুই-তৃতীয়াংশই রয়েছে যুক্তরাষ্ট্রে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন