স্কাইপে বিয়ে করে জঙ্গি হামলার চেষ্টা তরুণীর
সন্ত্রাসবাদী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) এক জঙ্গির প্রেমে পড়ে তাকে স্কাইপের ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিয়ে করে যুক্তরাজ্যের এক তরুণী। এরপর যুক্তরাজ্যে জঙ্গি হামলার চেষ্টা করে সে তরুণী। সম্প্রতি এমন ভয়ঙ্কর তথ্যই উঠে এসেছে ব্রিটিশ আদালতে।
১৭ বছর বয়সী সে তরুণী আইএস জঙ্গি নাওয়িদ হোসাইনকে ভিডিও কনফারেন্সে বিয়ে করে। এরপর ব্রিটিশ মিউজিয়ামে অস্ত্র ও বোমা নিয়ে হামলার পরিকল্পনা করে সে।
তার কথিত স্বামী নাওয়িদ হোসাইন ব্রিটিশ নাগরিক। সে সিরিয়া গিয়ে আইএস জঙ্গিদের সঙ্গে যোগ দিয়েছে।
সম্প্রতি ওয়েস্টমিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে তার বিচার শুরু হয়েছে। ব্রিটিশ আদালতে এ তরুণীর চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশিত হয়েছে। তারা ব্রিটিশ মিউজিয়ামে অস্ত্র ও বোমা নিয়ে নিরপরাধ ব্যক্তিদের হত্যা করার পরিকল্পনা করেছিল। এরপর অবশ্য এক পর্যায়ে সে সিরিয়ায় পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত তার সে প্রচেষ্টাও ব্যর্থ হয়।
ব্রিটিশ পুলিশ জানিয়েছে, যুক্তরাজ্যের মাটিতে সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী সবচেয়ে কম বয়সী নারী হিসেবে তাকে বিচারের মুখোমুখি করা হয়েছে। তবে আইনগত সীমাবদ্ধতার কারণে তার নাম ও ছবি প্রকাশ করেনি পুলিশ।
সূত্র : মেইল অনলাইন
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন