স্টিফেন হকিংয়ের পিএইচডি থিসিস পড়েছেন ২০ লাখ মানুষ
মাত্র কয়েক দিনেই স্টিফেন হকিংয়ের পিএইচডি থিসিস অনলাইনে পড়েছেন ২০ লাখেরও বেশি মানুষ। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হকিংয়ের পিএইচডি থিসিস প্রকাশ করা হয় গত সোমবার।
প্রথম দিনেই এত লোক এটা পড়ার জন্য হুমড়ি খেয়ে পড়েন যে ওয়েবসাইটটি ক্র্যাশ করে।
কেম্ব্রিজের অধ্যাপক ড. আর্থার স্মিথ বলেন, বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় যত গবেষণাপত্র আছে তার কোনটিই এত লোক দেখেননি। হয়তো পৃথিবীর কোথাও এমন ঘটনা ঘটেনি।
অন্তত ৫ লাখ লোক থিসিসটি ডাউনলোড করার চেষ্টা করেছেন। ‘সম্প্রসারণশীল মহাবিশ্বের বৈশিষ্ট্য’ নামের ১৩৪ পাতার এই থিসিসটি লেখার সময় স্টিফেন হকিং ছিলেন কেম্ব্রিজের ট্রিনিটি হলের পোস্ট গ্রাজুয়েটের ছাত্র। তার বয়স তখন ২৪ বছর। সূত্র : বিবিসি
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন