স্টেডিয়ামের প্রাচীর ভেঙে বহু সমর্থক আহত
ফ্রান্সে ম্যাচ চলাকালীন ফুটবল স্টেডিয়ামের প্রাচীর ভেঙে আহত হয়েছেন ২৯ জন সমর্থক। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার উত্তর ফ্রান্সের অ্যামিয়েন্স শহরে ফুটবল ম্যাচ চলার সময় এই দুর্ঘটনা ঘটে। অ্যামিয়েন্সও লিলি দলের মধ্যে তখন ম্যাচ চলছিল। ম্যাচ চলাকালীনই গ্যালারির প্রাচীর ভেঙে পড়ায় আহত হন ২৯ জন সমর্থক। যাদের মধ্যে বেশ কয়েক জন গুরুতর আহত হয়েছেন। কারো মাথা ফেটে গেছে। কেউ আবার বুকে ব্যথ্যা পেয়েছেন।
অ্যাওয়ে ম্যাচে লিলি সমর্থকরা প্রথম গোলের পর উচ্ছ্বাস দেখানোর সময় গ্যালারির প্রাচীর ভেঙে পড়ে। ফরাসি ফুটবলে স্থানীয় লিগে এই দুদল চির প্রতিদ্বন্দ্বী। দুর্ঘটনার পরই ম্যাচ বন্ধ করে দেন রেফারি থমাস লিওনার্ড। মাত্র ১৬ মিনিট খেলা হয়। আহতদের চিকিৎসার জন্য দ্রুত এগিয়ে আসে রেড ক্রস ও সাহয্যকারী দল।
আহত এক সমর্থক বলেন, ‘কখন ঘটনাটি ঘটেছে বুঝতেই পারিনি। এমনকি আমরা জানতেও পারিনি কে গোলটা করছে। দেখলাম বেশ কিছু দর্শক আমাদের ওপর পড়ে গেল। তার পর আমি কিছু দেখতে পাইনি। উদ্ধারকারী দল এসে আমাকে বাঁচায়।’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন