স্বরাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে সাক্ষাতের অনুমতি পে‌য়ে‌ছে বিএন‌পি

দলের চেয়ারপারসন কারবন্দি খা‌লেদা জিয়ার ‌চি‌কিৎসার দা‌বি নি‌য়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামা‌লের স‌ঙ্গে সাক্ষাতের অনুমতি পে‌য়ে‌ছে বিএন‌পি।

আগামী রোববার বি‌কেল ৩টার দি‌কে সচিবালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই সাক্ষাৎ করবে।

‌শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল ক‌বির খান এ তথ্য জানিয়েছেন।

পরিবর্তন ডটকমকে তি‌নি বলেন, ‘মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরে সঙ্গে দ‌লের স্থায়ী ক‌মি‌টির সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।’

এর আগে শুক্রবার সকা‌লে দ‌লের কেন্দ্রীয় কার্যাল‌য়ে এক সংবাদ স‌ম্মেল‌নে বিএন‌পির মহাস‌চিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, খালেদা জিয়ার সঙ্গে দেখা করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দেবে বিএনপি। একই সঙ্গে তার চিকিৎসার দাবি জানানোর জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করা হবে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ড দেন বিচারিক আদালত। এরপর থেকে তাকে নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছে।

গত বুধবার এই কারাগারেই আদালত বসিয়ে খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ শুরু হয়েছে।