স্বাস্থ্য ও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিলে অনেক সমস্যার সমাধান হবে: ড. মোহাম্মদ আইয়ুয মিয়া
রাঙ্গামাটি পার্বত্য জেলার গণ্যমান্য ব্যক্তি ও সরকারি কর্মকর্তাদের নিয়ে জনপ্রশাসন সংস্কার কমিশনের সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
মতবিনিময় সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্মানির সদস্য ড. মোহাম্মদ আইয়ুয মিয়া, মোঃ হাফিজুর রহমান ভূঁইয়া, ফিরোজ আহমেদ, মেহেদী হাসান উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে তিন পার্বত্য জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলার সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্মানির সদস্য ড. মোহাম্মদ আইয়ুয মিয়া বলেন, আমরা আমাদের কমিশনের মাননীয় চেয়ারম্যান মহোদয়কে নিশ্চয়ই রাজি করাতে পারবো যে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ে আলাদা চ্যাপ্টার এখানে দেওয়ার চেষ্টা করব। জনপ্রশাসন বা পাবলিক সার্ভিস ডেলিভারি সিস্টেম উন্নত করার জন্য যা যা দরকার সেটা আমরা উল্লেখ করব। তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে স্বাস্থ্য ও শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে চাই কারণ এই দুটি বিষয়কে গুরুত্ব দিলে অনেক সমস্যার সমাধান হবে।
মতবিনিময় সভায় পার্বত্য অঞ্চলের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা উন্নত করণে করণীয়, ভূমি জটিলতা নিরসনে বিষয়ের গুরুত্ব দিয়ে আলোকপাত করা হয়।
পার্বত্য জেলার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জেলার স্থানীয় সুশিক্ষিত দক্ষ বাসিন্দাদের নিয়োগ দেওয়া, পার্বত্য অঞ্চলে ভূমি সংক্রান্ত সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে কার্যকর ভূমিকা পালনের ওপর জোর দেওয়া হয়। দূর্গম এলাকাগুলোতে যেখানে যানবাহন চলাচলের ব্যবস্থা নেয় সেই সব এলাকাগুলোতে ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করার প্রস্তাবনা দেয়ার বিষয়ে আলোচনা করা হয়।
পার্বত্য অঞ্চলে দূর্গম এলাকায় আবাসিক স্কুল নির্মাণ করা হলে এ অঞ্চলের শিক্ষা ক্ষেত্রে মৌলিক পরিবর্তন আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এছাড়া পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত অঞ্চলে আবাসিক বিদ্যালয় নির্মাণ করা হলে এ অঞ্চলের শিক্ষা খাতে মৌলিক পরিবর্তন আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, জনগণকে সেবা প্রদানে আমাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়। আমাদের প্রত্যাশা জনীতির প্রভাব মুক্ত হয়ে ও দূর্নীতিমুক্ত, স্বচ্ছ এবং নিরপেক্ষভাবে যেন জনগণকে সেবা প্রদান করতে পারি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন