স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী
সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ডিজিটাল হয়েছে। ২০৪১ সালের মধ্যে আমরা স্মার্ট দেশে পরিণত হবো। স্মার্ট বাংলাদেশ গঠনে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে।
মন্ত্রী মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার লেকচার থিয়েটার ভবন মিলনায়তনে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অভ্ চুয়াডাঙ্গা (ডুসাক) এর উদ্যোগে মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এসব কথা বলেন। সংগঠনটির সভাপতি মোঃ সাইফুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীদেরকে দেশের প্রকৃত ইতিহাস পড়তে হবে। সত্যকে অস্বীকার করে কল্যাণ হয় না। বঙ্গবন্ধু ও বাংলাদেশের প্রকৃত ইতিহাস জানলে কোনো শিক্ষার্থী বিপথে যাবে না। তারা দেশকে ভালবাসতে শিখবে।
মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন, ফুলের মতো প্রস্ফুটিত হয়ে দেশের জন্য কাজ করতে হবে। নিজেকে আলোকিত করলে দেশও আলোকিত হবে। পরে মন্ত্রী মেধাবী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন