স্মৃতিকাতর স্ত্রী হারানো সৈয়দ আশরাফ

‘ওই যে দেখতে পাচ্ছ ছবিগুলো। উপরে আমার মা, বাবা। নিচে আমার পাশে আমার স্ত্রী। এরা কেউই আজ আমার পাশে নেই। খুব অস্থির, একা লাগে। বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা করি। মনে হয় সে (শিলা ইসলাম) আমার সঙ্গেই হাঁটছে।’
.
কথাগুলো বলছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার বিকেলে সৈয়দ আশরাফের বেইলি রোডের সরকারি বাসভবনে তার সদ্য প্রয়াত স্ত্রী শিলা ইসলামের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল হয়।

এরই ফাঁকে প্রভাবশালী এই রাজনীতিকের সঙ্গে কথা হয়।

সৈয়দ আশরাফ বলেন, ‘শিশুদের জন্য শিলার ছিল অন্যরকম এক ভালোবাসা। তার স্বপ্ন ছিল কিশোরগঞ্জে শিশুদের জন্য একটি বিনোদন পার্ক করার। আমি অবশ্যই শিশুপার্ক নির্মাণ করব।‘

তিনি বলেন, ‘তার (শিলা ইসলাম) মধ্যে কোনো অহমিকা ছিল না। খুবই সাদামাটা ও সহজিয়া ছিল সে। সাধারণ মানুষের সঙ্গে মিশে যেতে পারতো খুব সহজেই। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ হয়েও কিশোরগঞ্জবাসীর কাছে শিলা ছিল নিজেদের মেয়ে।’

‘দেশে আসলেই সে সবার খোঁজ নিত। আমার পাশে পাশে থাকত। কিন্তু এখন বাস্তব তো ভিন্ন। এখন আর কোনো কথা বলব না। আমি একটু ঘুমাব’ বললেন স্মৃতিকাতর সৈয়দ আশরাফ।

দোয়া ও মিলাদ মাহফিলে এসেছিলেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ধর্মমন্ত্রী মতিউর রহমান, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাহারা খাতুন ও রমেশ চন্দ্র সেন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আখতারুজ্জামান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি কামরুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী, পিএসসির চেয়ারম্যান মোহাম্মদ সাদিক, রযা ব মহাপরিচালক বেনজীর আহমেদ প্রমুখ।

দোয়া অনুষ্ঠানে দলীয় নেতা, সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা ছাড়াও বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঘটে। একপর্যায়ে বাসভবন ছাড়িয়ে সামনের সড়কেও মানুষজনকে দাঁড়িয়ে দোয়ায় অংশ নিতে দেখা যায়।উল্লেখ্য, গত ২৩ অক্টোবর লন্ডনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী শিলা ইসলাম। তিনি দীর্ঘদিন ক্যান্সার আক্রান্ত ছিলেন।-পরিবর্তন ডটকমের সৌজন্যে