হওয়া ভবনে হয়েছিল গ্রেনেড হামলার পরিকল্পনা : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কর্মসূচিতে গ্রেনেড হামলার পরিকল্পনা হয়েছিল হাওয়া ভবনে।
তিনি বলেন, গ্রেনেড হামলা চালিয়ে ২৪ জনকে হত্যার বিচার করেনি বিএনপি। কারণ তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন করতেই এ হামলা চালানো হয়েছিল। যারা গ্রেনেড হামলা চালিয়েছে তাদের সঙ্গে সংলাপ হতে পারে না। যেদিন ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল বেগম খালেদা জিয়া সেদিন সংলাপের দরজাও বন্ধ হয়ে যায়।
মঙ্গলবার বিকেলে নোয়াখালীর কবিরহাট উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সেতুমন্ত্রী।
এ সময় উপস্থিত অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, কবিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন রুমি ও সাধারণ সম্পাদক কবিরহাট পৌরসভার মেয়র জহিরুল হক রায়হান প্রমুখ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন