হজ ফ্লাইটে যোগ হচ্ছে আরো একটি উড়োজাহাজ

হজের সময় নিয়মিত ফ্লাইট বিপর্যয় এড়াতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যোগ দিচ্ছে আরও একটি বোয়িং ৭৭৭। ফ্লাইট স্বাভাবিক রাখতে স্বল্প মেয়াদী ওয়েট লিজে আনা এই উড়োজাহাজটি ব্যবহৃত হবে বলে জানিয়েছেন বিমানের মহাব্যবস্থাপক (জনসংযোগ) শাকিল মেরাজ।

শাকিল মেরাজ বলেন, অ্যাঙ্গোলার ট্যাগ এয়ারলাইন্স হতে সংগ্রহকৃত বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজটি বুধবার সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

তিনি জানান, হজ অপারেশন্স চলাকলীন সময় স্বাভাবিক শিডিউল ফ্লাইট অক্ষুন্ন রাখতে স্বল্প মেয়াদী ওয়েট লিজে চতুর্থ বোয়িং ৭৭৭ সংগ্রহ করলো বিমান।

এর আগে মালয়েশিয়ার ফ্লাইং গ্লোবাল থেকে তিনটি বোয়িং ৭৭৭ ওয়েট লিজে নেয় বিমান।

জানা যায়, গত হজ মৌসুমে নিজস্ব উড়োজাহাজের পাশাপাশি লিজের উড়োজাহাজেও হজযাত্রী পরিবহন করে বিমান। নিজস্ব উড়োজাহাজে হজ ফ্লাইট চালাতে গিয়ে তখন বিভিন্ন আন্তর্জাতিক রুটের ফ্লাইট শিডিউল কাটছাঁট করতে বাধ্য হয় সংস্থাটি। যার বিরূপ প্রভাব পড়ে অগ্রিম টিকিট কিনার ব্যবস্থা করে যাত্রীদের ওপর।

তাই এবার এ ধরনের সংকট এড়াতে আগে থেকেই সুপরিসর চারটি উড়োজাহাজ লিজ নেওয়ার সিদ্ধান্ত নেয় বিমান। ৩০০ আসনের ওইসব উড়োজাহাজের বৈমানিক, কেবিন ক্রুসহ (ওয়েট লিজ) লিজের সিদ্ধান্ত হয়।

গত ১৭ জানুয়ারি দরপত্র বাক্স খুলে মোট ছয়টি প্রস্তাবনা পায় বিমান। সব বিষয় পর্যালোচনা করে দক্ষিণ আফ্রিকার এম-এস এসিএমআই-২৪ থেকে চারটি উড়োজাহাজের লিজ অনুমোদন করে কর্তৃপক্ষ। পরে তাদের সঙ্গে যোগাযোগ করলে চারটির পরিবর্তে দুটি উড়োজাহাজ সরবরাহ করতে সম্মত হয় তারা।

অন্যদিকে, বাকি দুটি উড়োজাহাজ সংগ্রহের জন্য দ্বিতীয় সর্বনিম্ন দরদাতা ফ্রান্সের এম-এস এলিকোর সঙ্গে যোগাযোগ করে বিমান।

এলিকো থেকে জানানো হয়, তাদের প্রস্তাবিত উড়োজাহাজ এরই মধ্যে ভাড়া হয়ে গেছে। পরবর্তী সময়ে সময় স্বল্পতার অজুহাতে মালয়েশিয়াভিত্তিক এম-এস ফ্লাই গ্লোবাল থেকে দরপত্র ছাড়াই সরাসরি দুটি উড়োজাহাজ লিজ নেওয়ার সিদ্ধান্ত নেয় বিমান।

তবে দক্ষিণ অফ্রিকায় না পেয়ে মালয়েশিয়ার ফ্লাইং গ্লোবাল থেকে মোট মিলিয়ে তিনটি বোয়িং ৭৭৭ ওয়েট লিজ নেয় বিমান।