হঠাৎ থেমে গেল হাতিরঝিলের ‘বিষফোঁড়া’ ভাঙার উদ্যোগ
রাজধানীর হাতিরঝিলের বিষফোঁড়া অবৈধভাবে গড়ে তোলা বিজিএমইএ ভবনটি ভাঙতে তোড়জোড় শুরু হলেও হঠাৎ করেই তা থেমে গেছে। সংশ্লিষ্ট বলছেন, কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।
মঙ্গলবার (১৬ এপ্রিল) ভবনটি ভাঙার জন্য সব রকম প্রস্তুতি নিয়েছিল রাজউক। বিজিএমইএ কর্তৃপক্ষও তাদের মালামাল সরিয়ে নেয়। এজন্য তাদের অতিরিক্ত সময়ও দেয়া হয়। কিন্তু শেষ পর্যন্ত ভবনটিতে তালা ঝুলিয়েই শেষ করে রাজউক কর্তৃপক্ষ।
তবে বিজিএমইএ তাদের সব মালামাল সরিয়ে না নেয়ায় ভবন ভাঙার কাজ স্থগিত করা হয়েছে। গতকালই পুলিশের উপস্থিতিতে ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন রাজউক কর্মকর্তারা।
রাজউকের প্রধান প্রকৌশলী এ এস এম রায়হানুল ফেরদৌস বুধবার (১৭ এপ্রিল) গণমাধ্যমকে বলেন, ভবন ভাঙার বিষয়ে পরবর্তীতে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন