হঠাৎ বাংলায় টুইট করলেন টেন্ডুলকার

ভারতের ক্রিকেট ঈশ্বর শচীন টেন্ডুলকারের মাতৃভাষা বাংলা নয়। সোশ্যাল সাইটে যদিও তিনি মাতৃভাষা মারাঠি নিয়ে বিচরণ করেন না। তার সমস্ত টুইট ইংরেজিতেই করা হয়। কিন্তু আজ হঠাৎ বাংলায় টুইট করার ইচ্ছা জাগল মাস্টার ব্লাস্টারের। বাংলাভাষীদের এলাকা কলকাতা কিংবা বাংলাদেশে তিনি অনেকবার এসেছেন। কিন্তু আজ হঠাৎ বাংলার প্রতি কেন এত টান ক্রিকেটের প্রায় সব রেকর্ডের মালিকের?

ঘটনা হলো, আজ ৮ জুলাই একজন বিশিষ্ট বাঙালির জন্মদিন। ক্রিকেটমহলে যিনি ‘দাদা’ হিসেবে পরিচিত। ঠিকই ধরতে পেরেছেন, সেই কৃতী বাঙালি হলেন ভারতের জাতীয় দলের সাবেক সফলতম অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। এই উপলক্ষেই বাংলায় টুইট করে প্রিয় দাদাকে অভিনব উপায়ে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন শচীন টেন্ডুলকার।

ক্রিকেট মাঠে দুজন ছিলেন হরিহর আত্মা। খেলা ছেড়ে দেওয়ার পরেও বন্ধুত্বে একটুও চিড় ধরেনি। তাই দাদার জন্মদিনে টুইটারে মাস্টার ব্লাস্টার লিখলেন, ‘Wish you a year full of দাদাগিরি!’

উল্লেখ্য, ‘দাদাগিরি’ হলো কলকাতার জি বাংলা চ্যানেলের একটি জনপ্রিয় কুইজ শো। এই শোটি উপস্থাপনা করে ব্যাপক জনপ্রিয় হয়েছেন সৌরভ গাঙ্গুলী। একসময় ওয়ানডে ক্রিকেটে সেরা ওপেনিং জুটি মানা হতো এই শচীন-সৌরভ জুটিকে। সৌরভের হাত ধরেই ভারতের ক্রিকেটে নতুন জোয়ার এসেছিল। এজন্য তাকে বিশ্বের অন্যতম সেরা অধিনায়ক বলা হয়। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও আইডল হলেন গাঙ্গুলী।