হলিউড অভিনেতার ঘড়ি ১৮ মিলিয়ন ডলারে বিক্রি!

হলিউডের প্রয়াত অভিনেতা পল নিউম্যানের একটি রোলেক্স হাতঘড়ি নিলামে ১৮ মিলিয়ন ডলার রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে।

১৯৬৯ সালে ঘড়িটি তার স্ত্রী জনি উডওয়ার্ড তাকে দিয়েছিলেন।

নিলামের শুরুতে ধারণা করা হয়েছিল, ১ মিলিয়ন ডলারে ঘড়িটি বিক্রি হতে পারে। কিন্তু প্রত্যাশাকে ছাড়িয়ে গিয়ে ১৭.৮ মিলিয়ন ডলারে ঘড়িটি কিনে নেন এক টেলিফোন ব্যবসায়ী।

তবে তার নামটি জানা যায়নি। পল ১৯৮৪ সালে নতুন আরেকটি ঘড়ি নিলে ওই ঘড়িটি তার কন্যার বয়ফেন্ড জেমস কক্সকে দিয়ে দেন।

কক্স এই ঘড়িটি নিলামে তোলেন। নিলামের অর্থের একটি বড় অংশ নিউম্যান ফাউন্ডেশনে জমা হবে।

নিউম্যান ২০০৮ সালে ৮৩ বছর বয়সে মারা যান। ওই ঘড়িটি তিনি কার রেসের সময় ব্যবহার করতেন।

হাতঘড়ির ক্ষেত্রে এটি রেকর্ড হলেও, পকেট ঘড়িতে ২৪ মিলিয়ন ডলার রেকর্ড রয়েছে।