হাতিয়ায় মাদক সেবনের অভিযোগে প্রধান শিক্ষক আটক
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/05/attack.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার বুড়িরচর ইউনিয়ন থেকে মাদকদ্রব্য সেবনের অভিযোগে মুজাহিদুল ইসলাম টুটুল নামের এক প্রধান শিক্ষককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় তার কাছ থেকে ইয়াবা সেবনে ব্যবহৃত লাইটার, পাইপ’সহ বিভিন্ন সামগ্রি উদ্ধার করা হয়। সাড়ে ১২টার দিকে বুড়িরচর সৌদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটককৃত মুজাহিদুল ইসলাম টুটুল ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক টুটুল তার অফিস কক্ষে বসে মাদক সেবন করেন, এমন সংবাদের ভিত্তিতে রাতে বিদ্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার কক্ষ থেকে ইয়াবা সেবনে ব্যবহৃত লাইটার, পাইপ’সহ বিভিন্ন সামগ্রি’সহ তাকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম টুটুলকে তার অফিস কক্ষ থেকে আটক করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন