হামলায় দেহরক্ষী প্রাণ হারালেও অক্ষত ইরানি জেনারেল
ইরানের শক্তিশালী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) এক জেনারেলের গাড়ির লক্ষ্য করে প্রকাশ্যে গুলি ছুড়েছিল বন্দুকধারীরা। এ সময় বন্দুকযুদ্ধে ব্রিগেডিয়ার জেনারেল হোসেন আলমাসি’র দেহরক্ষী নিহত হলেও তিনি প্রাণে বেঁচে গেছেন।
সিস্তান-বালুচিস্তান প্রদেশে এই হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ।
হোসেইন আলমাসির নিহত দেহরক্ষীর নাম মাহমুদ আবসালান। তার বাবার নাম জেনারেল পারভিজ আবসালান। তিনিও একই অঞ্চলের আইআরজিসির একজন কমান্ডার।
দুই দিন আগেই সিস্তান-বেলুচিস্তানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাথে যুক্ত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তারের করার কথা জানায় ইরান। এরপরই একই এলাকায় আইআরজিসির জেনারেলকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে।
সূত্র: আল জাজিরা
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন