হারাই || আফসান আলম

হারাই
-আফসান আলম


আজ জানতে পেলাম
তোর মাঝেও কান্না আছে,
আছে কষ্টের এক বিশাল পাহাড়।
হাসি মাখা মুখে চশমার নিচে
জমেছে অশ্রুর সমুদ্র।

তুইও ওকে খুব ভালবাসতিস
আমার মত। নারে?
খুব রাগাতিস
ঠিক আমার মত।নারে?
হাসাতে হাসাতে পাগল করে দিতিস
আমার মত।নারে?
দূরে দূরে রেখে
যন্ত্রণায় যন্ত্রণায় ভরে দিতিস!
সেও ঠিক আমার মত। নারে?

না না আমার মত বলছি কেনো?
পাগলের মত।
প্রেম স্রোতে ভাসতে থাকা পাগলের মত।
তুইওতো পাগলি আমারই মত।

কেউ হারিয়ে পায়
কেউ পেয়ে হারায়
পৃথিবীর ঋতি এটাই
তুই আমিও তাই।
পেয়ে হারাই! শুধু হারাই!