১০জন শিল্পীকে ফ্রিতে ইসলামি গান করে দিচ্ছেন কলরবের ইকবাল মাহমুদ
বাংলাদেশের জনপ্রিয় ইসলামী সাংস্কৃতিক সংগঠন “কলরবের সহকারী সংগঠন পরিচালক এবং মেলোডিয়ান্স রেকর্ডিং স্টুডিওর স্বত্ত্বাধিকারী জনপ্রিয় ইসলামী সঙ্গীতশিল্পী ইকবাল মাহমুদ ১০জনকে ফ্রিতে তার স্টুডিও থেকে অডিও এবং ভিডিও করে দেয়ার প্রতিশ্রুতি দেন এবং সেটা বাস্তবায়ন ও করেন।
বাংলাদেশে এমন উদ্যোগ ইতিপূর্বে কখনো কেউ গ্রহণ করেননি। ইকবাল মাহমুদ দেশের জন্য দৃষ্টান্ত তৈরী করলেন।
তিনি বলেন হাজারো ভালো কণ্ঠের মেধাবী ছেলেরা আছেন যারা টাকার অভাবে অথবা সুযোগের অভাবে তাদের প্রতিভাবে বিকশিত করতে পারছেনা, তাই আমি এই উদ্যোগ নিয়েছি।
এটার পেছনের আরেকটি কারন হলো- সম্প্রতি আমার ১লক্ষ ফেইসবুক ফলোয়ারস এবং ১লক্ষ ইউটিউব সাবস্ক্রাইবারস হয়েছে, আমি জানি এত অল্পসময়ে এটা সম্ভব শুধুমাত্র দর্শকদের ভালোবাসার কারণে! এত অল্প সংখ্যকে এতোকিছু এমনটা অনেক নেতিজন বলতে পারেন তবে, এমন কাজ কে করে দেখিয়েছেন? সেটাই মূখ্য বিষয়।
ইকবাল মাহমুদের আপকামিং নতুন গজল (হাবিবাল্লাহ) সম্পর্কে তিনি বলেন, আমার ও মেলোডিয়ান্স এর শিল্পী ওমর ফারুকের ডুয়েট কণ্ঠে যে যে সঙ্গীতটি আসছে সেটি বাংলাদেশে একটি নতুন মাইলফলক তৈরী করবে ইনশাআল্লাহ! সবাই দোয়া করবেন এবং পরামর্শ দিবেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন