১৪ বছরের এই কিশোরের হাত ধরেই যেভাবে তৈরি হয়েছিল ইমেইল
পোস্টকার্ড। আজ এটি পুরোপুরিই প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছে। কিন্তু একসময় এই পোস্টকার্ডই সমস্ত আত্মীয়-স্বজনদের সঙ্গে সম্পর্ক রক্ষা করত। আজকের এই দ্রুত সমাজ ইন্টারনেট নির্ভর। পোস্টকার্ডে চিঠি পাঠিয়ে দীর্ঘক্ষণের অপেক্ষা আর তারা করকে চায় না।
তাই পোস্টকার্ডের নয়া ভার্সান হিসেবে আবিষ্কার হল ইমেল।কিন্তু এই ইমেইল তৈরি প্রথম কে করেছিল? সেই বিষয়টি অনেকরই অজানা। শিবা আয়াদুরাই। ১৪বছরের এক ভারতীয় কিশোর প্রথম ইমেইল আবিষ্কার করে। তবে, ভারতীয় হলেও মাত্র সাত বছর বয়সে সে বাবা মায়ের সঙ্গে চলে আসে আমেরিকায়।
তারপর সেখানেই শুরু হয় তার পড়াশুনা। ১৯৭৮সালে শিবা ইমেইল আবিষ্কার করে। ১৯৭৮সালে তার বুদ্ধিমত্তার সাহায্যে ইমেলের আবিষ্কার করে। শিবা এটি আবিষ্কার করলেও এই বিশেষ সফটওয়্যারটির কোনও পেটেন্ট বা কপিরাইট ছিল না।
পরবর্তীকালে ১৯৮১সালে মার্কিন সরকারের কাছে কপিরাইটের জন্য আবেদন করে শিবা। ১৯৮২সালে অবশেষে মার্কিন সরকারের তরফে কপিরাইট দেওয়া হয় তাকে।
উল্লেখ্য শিবা যখন এই প্রোজেক্টটি তৈরি করে। তখন, শিবার কাছে কোনও টাকাই ছিল না।
কিন্তু সে একেবারে দৃঢ়বদ্ধ ছিল তার প্রোজেক্টিটি নিয়ে। কিন্তু সে তার পরিবার এবং শিক্ষকদের কাছ থেকেও অনেক সাহায্য পেয়েছিল। নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে একটি বিশেষ কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং নেয় সে। আর তারপরই এই নয়া অপারেটিং সিস্টেমটির সূচনা করে শিবা। যার নাম রাখে ইমেল। -কলকাতা২৪
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন