১৯০পিস ইয়াবা এলজিসহ ৪ রাউন্ড কাতুর্জ উদ্ধার, নোয়াখালীতে জেলা ডিবি পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
এইচ.এম আয়াত উল্যা, নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী কবিরহাটে ১৯০পিস ইয়াবা এলজিসহ ৪ রাউন্ড কাতুর্জ উদ্ধারে জেলা ডিবি পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ব্যবসায়ী শাহীনুল আবেদীন শাহীনকে অস্ত্র ও মাদক মামলায় আটকের অভিযোগ পাওয়া গেছে নোয়াখালী জেলা ডিবি পুলিশের বিরুদ্ধে। আটককৃত শাহীনুল আবেদীন শাহীন নোয়াখালীর কবিরহাট উপজেলার পৌর এলাকার ৫নং ওয়ার্ডের জয়নাল আবেদীনের ছেলে। তিনি স্থানীয় কবিরহাট বাজারের আবেদীন ট্রেডার্স এর সত্তাধীকারি। বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে আটক শাহীনের সহধর্মিনী তাজনুর সুলতানা সীমা জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল মামুনের বিরুদ্ধে তার স্বামীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন। এসময় তাজনুর সুলতানা সীমা লিখিত বক্তব্যে বলেন, আমার স্বামী শাহীন স্থানীয় কবিরহাটে ব্যবসা করেন। তিনি ব্যবসার পাশাপশি রাজনৈতিক, সামাজিক, জনপ্রতিনিধিদের সবসময় সম্প্রীতির সম্পর্ক বজায় রেখে আসছেন। তার ব্যবসায়িক সাফল্যে ঈর্ষান্বিত হয়ে একটি মহল ও জেলা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আল মামুন বিভিন্ন সময় চাঁদা দাবি করে আসছে। তিনি চাঁদা দিতে অস্বীকার করায় ১০ জুন দুপুরে সাদা পোষাকধারী ডিবি পুলিশর একটি দল এসআই মামুনের নেতৃত্বে কবিরহাট বাজারের আবেদীন ট্রেডার্সে গিয়ে উপস্থিত হয়। সেখানে আমার স্বামী শাহীনকে না পেয়ে তারা ক্রেতা সেজে মোবাইল ফোনে শাহীনকে বাড়ি থেকে আসতে বলে। খবর পেয়ে শাহীন ব্যবসাপ্রতিষ্ঠানে পৌঁছলে পুলিশ তল্লাশির নাম করে পূর্বে থেকে সাজিয়ে রাখা ১৯০পিস ইয়াবা ও একটি এলজিসহ ৪ রাউন্ড কাতুর্জ উদ্ধার করে এবং আটক করে নিয়ে যায়। পরে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে দুই মামলা দায়ের করে। এমতাবস্থায় আমি আমার অবুঝ সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় এবং আমার স্বামীকে রিমান্ডের নেওয়ার হুমকিতে আতংকের মধ্যে আছি। আইনের রক্ষক পুলিশের কাছে হয়রানির শিকার হয়ে আমি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি। আমি মিথ্যা অস্ত্র ও মাদক মামলা থেকে দ্রæত মুক্তির মাধ্যমে ন্যায় বিচার দাবি করছি। এসময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, শাহীনের দুই সন্তান, শ^শুর, শ^াশুড়ী ও শ্যালক সহ এলাকার লোকজন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন