২০২১ সালে বাংলাদেশ দলের যত খেলা
২০২১ সাল বাংলাদেশের ক্রিকেটময় এক বছর। এক রকম দম ফেলানোর সময় পাবে না টাইগাররা। এশিয়া কাপ আর বিশ্বকাপ আসর ছাড়াও ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগাররা। তিন ফরম্যাট মিলিয়ে অন্তত ৫৬টি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
১৯৯৭ সালে আইসিসি ট্রফির জয়ের পর এই প্রথম বাংলাদেশ ১১ মাস আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি। করোনা গিলে খেয়েছে সব। তবে, ২০২১ সাল দেশ-বিদেশের হোটেল, মাঠ আর বিমান ভ্রমণে খুবই ব্যস্ত থাকতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে। প্রতি মাসেই সিরিজ থাকছে টাইগারদের। এই এক বছরে ৫টি হোম আর ৪টি অ্যাওয়ে সিরিজ খেলবে তামিম, সাকিব মুশফিকরা। এর বাইরে দুটি বৈশ্বিক আসর এশিয়া কাপ ও টি-টোয়েন্টি কাপেও অংশ নেবে টাইগাররা।
জানুয়ারিতে উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের মধ্যে ২০২১ সালের ব্যস্ত ক্রিকেট সূচি শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। ২টি টেস্টের পর তিনটি ওয়ানডে খেলবে টাইগাররা। ফেব্রুয়ারি-মার্চে নিউজিল্যান্ডে উড়াল দেবে মুশফিকরা। খেলবে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। নিউজিল্যান্ড থেকে এসেই আবারও লাকেজ গুছিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। আলোচনা চলছে ২টি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলার।
জুনের শুরুতে টাইগারদের পরবর্তী গন্তব্য এশিয়া কাপ। জুন-জুলাইয়ে বাংলাদেশ লম্বা এক সফরে আফ্রিকার দেশ জিম্বাবুয়েতে পাড়ি জমাবে। ২টি টেস্ট আর সমান ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। ঐ সফর থেকে এসেই বিশ্রাম নেয়া সুযোগ পাবে না টাইগাররা।
আগস্টে নিউজ্যিলান্ডের বিপক্ষে ২ ম্যাচ সিরিজের টেস্ট সিরিজ। সেপ্টম্বরে অস্ট্রেলিয়া আসবে তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টি খেলতে। অক্টোবরে বাংলাদেশে আসবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। খেলবে সমান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি। অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে মাহমুদুল্লাহ দল।
২টি টেস্ট আর তিনটি টি-টোয়েন্টি খেলতে নভেম্বরের মাঝামাঝিতে পাকিস্তান আসবে বাংলাদেশে। ২০২১ সালের শেষ সিরিজ টাইগারদের নিউজিল্যান্ডের মাটিতে। দুটি টেস্ট খেলতে পাড়ি জমাবে বাংলাদেশ সুন্দর দেশটিতে। বছরজুড়ে তিন ফরম্যাটে মিলে মোট ৫৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলবে টাইগাররা। অতীত ইতিহাসে এক বছরে এতো এতো ম্যাচ খেলার নজির নেই বাংলাদেশ ক্রিকেট দলের।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন