২০ দিনে ২০ লাখ : যা বললেন তিন কারিগর
‘বড় ছেলে’ টেলিফিল্ম নিয়ে নতুন করে আর কিছু বলার নেই। এতে ব্যবহৃত ‘তাই তোমার খেয়াল’ গানটিও বেশ জনপ্রিয়তা পেয়েছে। ২০ দিনে ২০ লাখেরও বেশিবার শোনা হয়েছে ইউটিউবে।
‘ঘুড়ি’-খ্যত গীতিকার সোমেশ্বর অলির কথায় সুর-সংগীতায়োজন করেছেন সাজিদ সরকার। আর কণ্ঠ দিয়েছেন মিফতাহ জামান। গানটির তিন কারিগরের সঙ্গে বুধবার বিকেলে কথা হয়।
‘তাই তোমার খেয়াল’-এর সাফল্য প্রসঙ্গে গীতিকার অলি বলেন, ‘মানুষ গানটা শুনছেন বা দেখছেন, এটাই বড় কথা। নাটকটি অনএয়ার হওয়ার পর থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করে, এখনো চলছে। সত্যি বলতে, অনেকদিন পর আমার ক্ষেত্রে এমনটি ঘটল। ঈদুল আজহায় একমাত্র এই গানটিই লিখেছিলাম এবং খুব কম সময় নিয়ে লেখা। (নির্মাতা) আরিয়ান ফোনে গল্প বলেছিলেন, বড়জোড় ১৫ মিনিট লেগেছিল গানটি লিখতে।’
সুরকার ও সঙ্গীত পরিচালক সাজিদ বলছিলেন, ‘আরিয়ান ভাই নাটকের গল্পটি শেয়ার করার পর গল্পের মেজাজ অনুযায়ী সুর করার চেষ্টা করি, সোমেশ্বর অলির সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হয়। তৈরি হওয়ার পর মনে হয়েছিল সিনেমার গান হয়ে গেছে।’
তিনি আরো বলেন, ‘কোনো নাটক জনপ্রিয় হলে সেই নাটকের গানের প্রতিও আগ্রহ তৈরি হয়। এই গানটির ক্ষেত্রেও তাই হয়েছে। গানটির সফলতা বেশ উপভোগ করছি।’
এদিকে শিল্পী মিফতাহ জামান বলেন, ‘সাজিদের সুর-সংগীতে আগেও গেয়েছি। ওর গানের কণ্ঠ দিতে ভালো লাগে। আমি নিজেও সুর-সংগীতায়োজন করি। এ ক্ষেত্রে সাজিদের সঙ্গে গানের যে কোনো বিষয় নিয়ে শেয়ার করতে পারি। সত্যি কথা বলতে— গানটি এতটা শ্রোতাপ্রিয় হতে পারে গাওয়ার সময় ভাবিনি। অনেক ভালো লাগা কাজ করছে মনে।’
ঈদুল আজহায় চ্যানেল নাইনে প্রচার হয় ‘বড় ছেলে’। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় অভিনয় করেছেন অপূর্ব ও মেহজাবিন। প্রচারের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে টেলিফিল্মটি নিয়ে আলোচনা শুরু হয়। এতে যোগ দেন নামি তারকা-নির্মাতারাও। ইউটিউবে এরই মধ্যে ৮৫ লাখের বেশিবার দেখা হয়েছে ‘বড় ছেলে’। তার সঙ্গেই তাল মেলাচ্ছে ‘তাই তোমার খেয়াল’।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন