২০ বছর ধরে মেয়ে সেজে মায়ের যত্ন করলেন ছেলে!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/07/chi.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
অনেক খবরই নজরে আসে, যেখানে নিজের সন্তানকে কষ্ট করে বড় করছেন মা, আর অন্যদিকে সেই ছেলেই মায়ের সঙ্গে করছে অব্য আচরণ। কিন্তু চীনের বেইজিংয়ের এই ভদ্রলোকের খবর পড়ে শুধু অবাকই নয়, হতবাক হতে হয় প্রতিবারই।
জানা গেছে, বেশ কিছু বছর আগে মারা যায় এই ‘নামহীন’ ব্যক্তির একমাত্র বোন। আর তারপর থেকেই তার মা শয্যাশায়ী। শারীরিক ও মানসিক দুই দিক থেকেই অসু্স্থ হয়ে পড়ে তার মা। মরে যাওয়া মেয়ের দুঃখে একেবারে কাতর এই মা। এই সময়ই ছেলে ঠিক করলেন, মাকে সুস্থ করতে তুলতে হবেই। আর মাকে সুস্থ করার জন্যই নতুন পন্থা নিলেন ছেলে।
২০ বছর ধরে মেয়ে সেজে শুরু করলেন মায়ের যত্ন। আর মা নিজের ছেলের মধ্যেই খুঁজে পেতে শুরু করলেন মরে যাওয়া মেয়েকে। আশপাশের লোকজন অবশ্য তার এই চিকিৎসার পন্থা দেখে কটাক্ষ করেছেন। তবে সে সবে কান নেই ভদ্রলোকের। তার একটাই লক্ষ্য, মাকে সুস্থ করতে হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন