২২ শর্তে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি
২২টি শর্তে বিএনপিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বিএনপি জানিয়েছে, সমাবেশ করতে সর্বোচ্চ প্রস্তুতি অাছে তাদের।
সোহরাওয়ার্দী উদ্যানে রোববারের জনসভার অনুমতি চাইতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করতে পুলিশ কমিশনারের কার্যালয়ে যান বিএনপির দুই সদস্যের একটি প্রতিনিধি দল। শনিবার সকাল সাড়ে ১১টায় পুলিশ কমিশনারের কার্যালয়ে যায় প্রতিনিধি দলটি। ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করার পর তারা অনুমতি পাওয়ার তথ্য জানিয়েছেন।
বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলের অপর সদস্য ছিলেন দলের সহ সাংগঠনিক সম্পাদক এডভোকেট আব্দুস সালাম আজাদ।
২৭ সেপ্টেম্বর বিএনপির সমাবেশ হওয়ার কথা থাকলেও পরে তারিখ পিছিয়ে করা হয় ২৯ তারিখ। সেদিনও তারিখ পিছিয়ে ডিএমপির কাছে অনুমতি চাওয়া হয় ৩০ সেপ্টেম্বরে সমাবেশ করার জন্য।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন