২৭টি কন্টাক্ট লেন্স এক চোখে!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/07/eya_52360_1500259285.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
যুক্তরাজ্যে ৬৭ বছর বয়সী এক নারী ৩৫ বছর ধরেই কন্টাক্ট লেন্স ব্যবহার করছেন। এর মধ্যে তিনি এক চোখেই পরেছেন ২৭টি লেন্স। গত বছরের নভেম্বরে তার চোখের ছানির অস্ত্রোপচার করতে গিয়ে পাওয়া যায় এসব লেন্স।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, ২৭টি লেন্সের মধ্যে ১৭টি একটির ওপরে আরেকটি লেগে যায়। প্রাথমিকভাবে এগুলো বের করা হয়। পরের পরীক্ষায় সন্ধান মেলে আরও ১০টি লেন্সের। যদিও এক চোখে সাধারণ একটি লেন্সই লাগানোর নিয়ম রয়েছে। সম্প্রতি ব্রিটিশ মেডিকেল জার্নালে এ ব্যাপারে প্রতিবেদন প্রকাশ হয়।
সংবাদ মাধ্যমটি আরও জানায়, মাত্রাতিরিক্ত লেন্স পরার কারণে বয়স্ক ওই নারীর চোখে নীল রঙের আস্তর পড়ে। শুধু তাই নয়, তার চোখ শুকিয়ে যায় এবং জ্বালাপোড়া শুরু হয়। যদিও তিনি ধরে নিয়েছিলেন, বয়স বেশি হওয়ার কারণে তার এ অবস্থা হয়েছে।
বার্মিংহামের কাছে সোলিহাল হাসপাতালে তার চিকিৎসা হয়। হাসপাতালের চক্ষু চিকিৎসক রুপাল মোরহারিয়া বলেন, ‘এমন ঘটনা আমরা আগে কখনও দেখিনি। বয়স্ক এ নারীর চোখে ১৭টি লেন্স একসঙ্গে লাগানো ছিল। পরে তার চোখ থেকে মোট ২৭টি লেন্স বের করা হয়।’
তিনি আরও বলেন, ‘এতগুলো লেন্স থাকলে প্রচুর জ্বালাপোড়া ও অস্বস্তি হওয়ার কথা। তবে আমরা আশ্চর্য হয়েছি, কারণ তিনি কিছুই বুঝতে পারেননি।’
নিজের চোখ থেকে এত লেন্স বের করা দেখে অবাক হয়েছেন ওই নারীও। তার চিকিৎসক রুপাল বলেন, ‘দুই সপ্তাহ পর লেন্সগুলো ওই নারী দেখতে আসেন। সে সময় তিনি বলেন, এখন চোখে অনেকটা স্বস্তি পাচ্ছেন।’
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন