২৮ মার্চ দেশব্যাপী অর্ধদিবস হরতাল পালনের আহ্বান সিপিবির

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে ২৮ মার্চ অর্ধদিবস হরতালের আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

আজ ২৫ মার্চ এক বিবৃতিতে এই হরতালের ডাক দেন সিপিবি সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।

বিবৃতিতে তারা বলেন, ‌‘ভুল নীতিতে চলছে। দেশের গ্যাসের যতটুকু উত্তোলন সম্ভব ততটুকু উত্তোলন করা হচ্ছে না।

স্থল ও সমুদ্রের গ্যাস অনুসন্ধান করতে যথাযথ পদক্ষেপ নেই। এসব সমস্যার সমাধান করতে পারলে গ্যাসের দাম কমিয়ে আনা যেত।

’গ্যাসের দাম বাড়ানোর এই অপতৎপরতা বন্ধের জন্য আমরা পুনরায় দাবি জানাচ্ছি এবং সুবিধামতো সময়ে দাম কমানোর লক্ষ্যে ও গ্যাস এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে গণশুনানি আয়োজয়ের আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি ও গ্যাস, বিদ্যুৎ, পানির দাম বাড়ানোর তৎপরতা বন্ধের দাবিতে আগামী ২৮ মার্চ দেশব্যাপী অর্ধ দিবস হরতাল পালন করতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান তারা।