২ জানুয়ারি খালেদা জিয়ার মুক্তি : ঐক্যফ্রন্ট
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত মন্তব্য করে জাতীয় ঐক্যফ্রন্ট নেতারা বলেছেন, জয়ের একদিন পর ২ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি হবে।
বৃহস্পতিবার সকালে সিলেট-১ আসনে ধানের শীষের প্রার্থী খন্দকার আবদুল মোক্তাদিরের পক্ষে প্রচারকালে এমন মন্তব্য করা হয়।
এদিন নগরীর বন্দরবাজার থেকে প্রচারণায় নামেন জাতীয় ঐক্যফ্রন্ট নেতা আ স ম আবদুর রব, ড. জাফরুল্লাহ চৌধুরী, সিটি মেয়র আরিফুল হক চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।
এ সময় তারা সিলেটে ধানের শীষের পক্ষে প্রচারণায় নেমে আবারও দেশবাসীকে ভোটকেন্দ্র পাহারা দেয়ার আহ্বান জানান।
সেই সঙ্গে ধানের শীষে ভোট দিয়ে খালেদা জিয়ার মুক্তিকে ত্বরান্বিত করার আহ্বানও জানান ঐক্যফ্রন্ট নেতারা।
প্রচারণায় অংশ নিয়ে ভোটারদের কাছে ধানের শীষের ভোটের লিফলেট বিতরণ করে ভোট চান তারা।
পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন ঐক্যফ্রন্ট নেতারা।
তারা বলেন, এখন আর কোনো বাধাবিপত্তি কাজে আসবে না। ধানের শীষের বিজয় নিশ্চিত। আগামী ২ জানুয়ারি খালেদা জিয়ার মুক্তি হবে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন