২ দিন ধরে মলদ্বারে কাঁচের কাপ, হতবাক চিকিৎসকরা!
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/09/glassss.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দু’দিন ধরে মলদ্বারে কাঁচের কাপ ঢুকে ছিল। অথচ এই বিষয়ে তিনি টেরই পাননি।
মাঝরাতে হঠাৎই অসহ্যকর ব্যাথা করলে চিকিৎসকের দ্বারস্থ হন। এক্সরে করার পর চিকিৎসকের চক্ষু চড়কগাছ। সেই ব্যক্তির মলদ্বার থেকে উদ্ধার হল কাঁচের কাপ। অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে চীনে। চিকিৎসকরা এখনও ভেবে উঠতে পারছেন না, রোগীর মলদ্বারে কীভাবে গ্লাসটি ঢুকে গেল।
সাংঘাইয়ের এক রিপোর্ট অনুযায়ী, দুই দিন ধরে সেই গ্লাসটি ব্যক্তির মলদ্বারে ঢুকে ছিল। এরপর অসহ্য যন্ত্রণা অনুভব করায় তিনি সাহায্যের জন্য চিকিৎসকের দ্বারস্থ হন। চিকিৎসক এক্স–রে করার পর লক্ষ্য করে, ৮ সেন্টিমিটার লম্বা একটি কাঁচের কাপ ঢুকে রয়েছে মলদ্বারে। সেটাকে যত শীঘ্র সম্ভব যদি সাবধানে না বের করা হয় তবে ওই ব্যক্তির মৃত্যুও ঘটতে পারে।
চিকিৎসকরা প্রথমে গ্লাসটিকে মলদ্বার থেকে টেনে বের করার চেষ্টা করে, কিন্তু গ্লাসটি খুব পিছল হওয়ায় তাতে সফল হয় না তারা। এরপর অস্ত্রোপচারের মাধ্যমে উদ্ধার করা হয় সেই গ্লাসটি। গ্লাসটি উদ্ধার করার পর নাম প্রকাশে অনিচ্ছুক সেই ব্যক্তিকে হাসপাতালে কিছুক্ষণ রেখে দেওয়া হয়। যদিও তিনি চিকিৎসকদের বলতে চাননি কীভাবে তাঁর মলদ্বারে ওই গ্লাসটি ঢুকে গেল।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন