৪২ বলে আফ্রিদির বিস্ফোরক সেঞ্চুরি
আবারও বিস্ফোরক ব্যাটিংয়ে খবরের শিরোনাম হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
এবার ইংল্যান্ডের ন্যাটওয়েস্ট ব্লাস্ট টি২০ লিগে মাত্র ৪২ বলে সেঞ্চুরি হাঁকিয়েছেন এ ডানহাতি অলরাউন্ডার। টি২০ ক্রিকেটে এটি আফ্রিদির প্রথম শতক।
আন্তর্জাতিক ক্রিকেটে ওয়ানডেতে মাত্র ৩৭ বলে সেঞ্চুরি করে আলোড়ন সৃষ্টি করেছিলেন আফ্রিদি। দীর্ঘদিন দ্রুততম সেঞ্চুরির রেকর্ডের মালিক ছিলেন কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া এ ডানহাতি ব্যাটসম্যান।
টেস্টেও শতরানের ইনিংস রয়েছে তার। তবে টি২০ ক্রিকেটে এতদিনেও সেঞ্চুরি ছিল না আফ্রিদির। অবশেষে সেই আক্ষেপ দূর হল তার।
আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ডার্বিশায়ারের বিপক্ষে আফ্রিদির দল হ্যাম্পশায়ার ২৪৯ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায়। ২০ বলে প্রথম ফিফটি ফিফটি তুলে নেন বুমবুম খ্যাত আফ্রিদি।
পরের ফিফটি আসে ২২ বলে। তার শতরানের ইনিংসটি সাজানো ১০ চার ও ৭ ছক্কায়। এছাড়া ভিন্স ৩৬ বলে ৫৫ রানের ঝড়ো ইনিংস খেলেন।
জবাব দিতে নেমে ১৪৮ রানেই অলআউট হয়ে যায় ডার্বি। ফলে ১০১ রানের বড় জয় পায় হ্যাম্পশায়ার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন