৪৩ হাজার সরকারি দফতর আসবে ডিজিটাল নথির আওতায়: প্রতিমন্ত্রী পলক

৪৩ হাজার সরকারি দফতর ডিজিটাল নথি কার্যক্রমের আওতায় নিয়ে আসতে কাজ করছে সরকার। যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সসহ নতুন নতুন প্রযুক্তি ব্যবহার থাকবে’- বলেছেন প্রতিমন্ত্রী।

সম্প্রতি পঞ্চগড়ে ‘সবুজপাতা’ নামে একটি অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানের ভিডিও কনফারেন্সে যোগ দিয়ে এ তথ্য জানান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ভিডিও কনফারেন্সে পলক বলেন, দেশের ৩৮০০ ইউনিয়ন ফাইবার অপটিক্যাল ক্যাবলের সংযোগে এসেছে। ১৮ হাজার সরকারি দফতরকে ইন্টারনেট কানেক্টিভিটি ও সিঙ্গেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হয়েছে। দেশের ৪৩ হাজার সরকারি দফতরে ডিজিটাল নথি কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেয়া হয়েছে।

তৃণমূলে সুষ্ঠুভাবে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়নে কাজ করছে এ অ্যাপ। পঞ্চগড়ের বোদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অ্যাপটি উদ্বোধনে ছিলেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।