৪৫ কেজি কাঁঠালের দাম বলতে বলতে বিরক্ত বিক্রেতা!

যখনই কেউ শুনেছে একটি কাঁঠালের ওজন এক মণ, সঙ্গে সঙ্গে বিক্রেতার কাছে ছুটে গেছেন কাঁঠালটি দেখতে। না নেয়ার ইচ্ছা থাকলেও বিক্রেতাকে জিজ্ঞেস করেছেন দাম কত? আর দাম বলতে বলতে একপর্যায়ে বিরক্ত হয়ে গেছেন বিক্রেতা।

বুধবার বিকেলে বিশালাকৃতির একটি কাঁঠাল নিয়ে রীতিমতো উপজেলা শহরে হৈ চৈ তৈরি করেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার কামরুজ্জামান চৌধুরী নামে এক ব্যক্তি। বিক্রির জন্য বাজারে নিয়ে আসা তার এই কাঁঠাল দেখতে জটলা বেঁধে যায় স্থানটিতে।

এসময় তার কাছে অনেকেই জানতে চান, কাঁঠালটির ওজন কত, দাম কত, কিছু কম রাখা যায় কিনা? আরও অসংখ্য প্রশ্নের সম্মুখীন হন তিনি। কামরুজ্জামানের বাড়ি উপজেলার দুওসুও ইউনিয়নের সনগাঁও গ্রামে।

তিনি জানান, কাঁঠালটি বাড়ির একটি গাছের। প্রতি বছর ১৫-২০টি কাঁঠাল আসে ওই গাছে। যার প্রতিটি কাঁঠালের ওজন প্রায় ৪৫ কেজি।

তিনি আরও বলেন, কাঁঠালের মূল্য এক হাজার টাকা নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত কোনো গ্রাহক ওই কাঁঠাল কিনতে পারেননি। শেষ পর্যন্ত কাঁঠালের দাম বলতে বলতে বিরক্ত হয়ে মূল্য এক হাজার টাকা লিখে কাগজ লাগাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তিনি।