৫ ফেব্রুয়ারির পরেও করোনার টিকা নিবন্ধন করা যাবে
৫ ফেব্রুয়ারির পরেও করোনার টিকা নেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলমান থাকবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক এবিএম খুরশিদ আলম।
বুধবার (০৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
এর আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক টিকা কর্মসূচির সর্বশেষ প্রস্তুতিমূলক সভায় বিভিন্ন হাসপাতালে পরিচালকদের সঙ্গে বৈঠক করেন।
বুধবার সকাল পর্যন্ত টিকা নিতে ৭৪ হাজার নিবন্ধন হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রথম ফেইজে বড় সংখ্যার জনসংখ্যাকে টিকা দেয়া হবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ টিকা পাবেন না।
দেশব্যাপী টিকাদানের দিনে অর্থাৎ ৭ ফেব্রুয়ারি স্বাস্থ্যমন্ত্রী নিজেসহ মন্ত্রী, সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা টিকা নেবেন বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।
সারাদেশের গ্রামগঞ্জে টিকার নিবন্ধনের জন্য মাইকিং, জনপ্রতিনিধিদের দ্বারা সাধারণ মানুষকে উদ্বুদ্ধকরণসহ গণমাধ্যমে বিজ্ঞাপন দিয়ে জোরশোরে প্রচারণা হচ্ছে বলে জানানো হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন