৫ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে
গত ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত পাঁচ লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমান বাংলাদেশে পালিয়ে এসেছে বলে জানিয়েছে জাতিসংঘ। বুধবার জাতিসংঘের যোগাযোগ কর্মকর্তা দুনিয়া আসলাম খান তুরস্কের সংবাদ সংস্থা আনাদলুকে জানান, ‘৫ লাখ ১ হাজার রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশের কক্সবাজারের অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিয়েছে।’
এর আগে মঙ্গলবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) এর মুখপাত্র জোয়েল মিলম্যান মঙ্গলবার আনাদলু এজেন্সিকে জানিয়েছিলেন, বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা ৪ লাখ ৮০ হাজার।
২৫ শে আগস্টে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর অভিযান ও উগ্রবাদী বৌদ্ধদের হামলা এখনো অব্যাহত আছে। এতে ব্যাপক সংখ্যক রোহিঙ্গা নারী পুরুষ ও শিশুর নিহতের ঘটনা ঘটেছে। তাদের ঘরবাড়ি অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে।
এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছিলেন, এ অভিযানে তিন হাজার রোহিঙ্গা হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন