৯৩ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি
সারা দেশে ৮টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষাবোর্ডে অধীন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় মোট ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো পরীক্ষার্থী পাস করেনি।
বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা যায়। গত বছর কেউ পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৫৩টি।
এবার সারা দেশে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পাস করেছে ১৪ লাখ ৩১ হাজার ৭২২ জন। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন।
এবার পরীক্ষায় গড় পাসের হার ৮০ দশমিক ৩৫ শতাংশ। গতবছরের চেয়ে এবারে পাসের হার কমেছে ৭.৯৪ শতাংশ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন