অক্সিজেন এক্সপ্রেসে বাংলাদেশে অক্সিজেন পাঠালো ভারত

ভারতীয় রেলওয়ের অক্সিজেনের এক্সপ্রেস মাধ্যমে প্রথমবারের মতো ১০টি কন্টেইনারে ২০০ এমটি লিকুইড মেডিক্যাল অক্সিজেন বাংলাদেশে এলো। চলতি বছর ২৪ এপ্রিল ভারতে এই বিশেষ ট্রেন পরিষেবা শুরু করার পর থেকে এই প্রথম বাংলাদেশে অক্সিজেন এক্সপ্রেস চালু হলো। ভারতের অভ্যন্তরে এই ধরণের ৪৮০টি অক্সিজেন এক্সপ্রেস চালু করা হয়েছিল।
শনিবার ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো এ তথ্য জানিয়েছে।
এদিনে ভারতের সাউথ ইস্টার্ন রেলওয়ের আওতায় ট্রেনটি বাংলাদেশের বেনাপোলে পৌঁছে। চালানটি বাংলাদেশের তরল মেডিকেল অক্সিজেনের প্রয়োজনীয় মজুদ বাড়াবে বলে আশা করা হচ্ছে। দেশের চলমান কোভিড সংক্রমণ মোকাবিলায় ভারতে সহযোগিতা হিসেবে এই আক্সিজেন বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হবে।
এর আগে ঈদের দিন ২১ জুলাই পেট্রাপোল দিয়ে জরুরি ভিত্তিতে বাংলাদেশে প্রায় ১৮০ মেট্রিক টন তরল মেডিক্যাল অক্সিজেন বহনকারী ১১ টি ট্যাঙ্কার পাঠানো হয়। বাংলাদেশের হাসপাতালে তরল অক্সিজেনের সংকটপূর্ণ অবস্থা বিবেচনা করে বেনাপোল সীমান্তে গ্রিন করিডোর চালু করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















