অগ্নিদগ্ধ রোগীদের দেখতে ঢাকা মেডিকেলে হিরো আলম
রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আহতদের বেশিরভাগই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অগ্নিকাণ্ডে আহতদের পাশে এসে দাঁড়ালেন ইন্টারনেট দুনিয়ায় সাড়া জাগানো তারকা হিরো আলম।
রাজধানীর চকবাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া আহত রোগীদের দেখতে ঢাকা মেডিকেলে এসেছিলেন তিনি। এ সময় তিনি পুড়ে যাওয়া রোগী ও রোগীর স্বজনদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ খবর নেন।
হিরো আলম পুড়ে যাওয়া রোগীদের বলেন, আপনাদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি। আপনারা কোন কিছুর জন্য চিন্তা করবেন না। যখন যা লাগে, আমাকে বলবেন। আমি আপনাদের সাথে আছি।
এ সময় বিভিন্ন রোগীর স্বজনদের তিনি নিজ হাতে নিজের ফোন নাম্বার দিতে দেখা যায়। হিরো আলম বলেন, আমার রাজনীতি মানুষের জন্য। এমপি হলাম কী হলাম না, বড় কথা না। এমপি হতে পারিনি বলে মানুষের সেবা বন্ধ করব না।
মিডিয়ায় তাকে নিয়ে নানা ট্রল হচ্ছে। তা কীভাবে নিচ্ছেন, এমন প্রশ্নে হিরো আলম বলেন, সত্যি কথা বলতে আমি হিরো আলম কখনো ভয় পাইনি। কখনো পিছুপা হইনি, হবোও না। কে কীভাবে নিচ্ছে, সেটা তার দৃষ্টিভঙ্গির ব্যাপার।
তিনি বলেন, এদেশে ধনী লোকের সংখ্যা কম নয়। সবাই যদি এগিয়ে আসে, তাহলে পুড়ে যাওয়া রোগীদের ভাল চিকিৎসা হওয়া সম্ভব।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন