অজ্ঞাতদের আসামি করে ৫৭ ধারায় মামলা করলেন প্রধান বিচারপতি

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘উস্কানিমূলক পোস্ট ও আদালতকে নিয়ে নানান বিরূপ মন্তব্য’ করায় তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলা করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহা। রোববার দুপুর আড়াইটার দিকে অজ্ঞাতদের আসামি করে রাজধানীর শাহবাগ থানায় এ মামলা দায়ের করা হয়। মামলা নম্বর-৭।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) আবু জাফর মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান বলেন, ‘ফেসবুকে একটি আইডি খুলে উস্কানিমূলক বক্তব্য ও আদালতকে নিয়ে নানান বিরূপ মন্তব্য করায় তথ্য-প্রযুক্তি আইনের ৫৭ ধারায় মামলাটি করা হয়েছে।’