অজ্ঞান পার্টির ১১ সদস্য গ্রেফতার

রাজধানীর বিভিন্ন স্থান থেকে অজ্ঞান পার্টির ১১ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি-মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ বিষয়ে দুপুর সাড়ে ১২টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন