অতিথিদের জন্য ফের খুলছে সৌদির আলোচিত সেই হোটেলের দরজা
সৌদি আরবের রিয়াদে অবস্থিত বিলাসবহুল রিটজ কার্লটন হোটেল ফের জনসাধাররণের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে। গত দুই মাস ধরে হোটেলটি বন্ধ ছিল। এটিকে কারাগার হিসেবে ব্যবহার করা হয়েছিল।
সৌদি গেজেট জানিয়েছে, ২৫ ফেব্রুয়ারি থেকে হোটেলের ওয়েবসাইটে রিজার্ভেশনের জন্য বুকিং দেয়া যাবে। যদিও বৃহস্পতিবার গিয়ে দেখা গেছে বড় বড় প্রবেশদ্বারগুলো এখনো বন্ধ। হোটেল প্রাঙ্গণে তেমন কাউকে দেখা যায়নি, হোটেলের কার্যক্রম খুব একটা চোখে পড়েনি।
গত বছরের নভেম্বরে বন্ধ করে দেয়া হয়। পাঁচতারকা এই হোটেলটিকে রূপ দেয়া হয় কারাগারে। ‘দুর্নীতি দমন অভিযান’ শুরুর পর আটক হওয়া সৌদির শত শত রাজপুত্র, মন্ত্রী ও ব্যবসায়ীদের সেখানে আটক রাখা হয়।বাইরের কেউ হোটেলে যেতে পারতেন না।
হোটেলে মেঝেতে আটক ব্যক্তিদের কম্বল মুড়ি দিয়ে শুয়েও থাকতে দেখা গেছে। পরে বড় অঙ্কের অর্থের বিনিময়ে অনেকে ছাড়া পান। বাকিদের পাবলিক প্রসিকিউশনে রেফার করা হয়েছে। ওই অভিযানের সময় ৩৭৬ বন্দী ও তাদের আত্মীয়দের অ্যাকাউন্ট জব্দ করা হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন