অধিনায়কত্ব ছাড়ার আসল কারণ বললেন ধোনি
৩ বছর আগে হঠাৎ করেই প্রথমে টেস্ট এবং পরে ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু সেই সময় অবসর নেয়ার কারণ জানা না গেলেও অধিনায়কত্ব ছাড়া নিয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন তিনি।
হোমটাউন রাঁচিতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের ধোনি জানান, ‘‘২০১৯ বিশ্বকাপের কথা মাথায় রেখে যাতে দল গড়ার কাজ শুরু করা যায়, সেই জন্যেই নেতৃত্ব ছেড়ে দিয়েছিলাম।’’
পাশাপাশি তিনি বলেন, ‘‘নির্দিষ্ট লক্ষ্যে দল গড়ার সময় দেওয়া উচিত নতুন অধিনায়ককে। সঠিক সময়েই ক্যাপ্টেন্সি ছেড়েছিলাম।’’
ধোনির কথায়, ‘‘সিরিজ শুরুর আগে ঠিকমতো প্রস্তুতি ম্যাচ খেলেনি জাতীয় দল। তাই ব্যাটসম্যানরা মানিয়ে নিতে পারেনি। এটা অবশ্য খেলারই অংশ। ভুললে চলবে না ভারত কিন্তু এখনও টেস্টে এক নম্বর দল।’’
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন