পিরোজপুরের মঠবাড়িয়ায়
অনুমতি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত ; প্রধান শিক্ষককে শোকজ
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৮৪ নং আমড়াগাছিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামকে কারন দর্শানো নোটিশ দিয়েছে উপজেলা শিক্ষা অফিস।কর্মস্থলে অননুমোদিত অনুপস্থিতির জন্য রবিবার (১০ সেপ্টেম্বর) তাকে এ নোটিশ দেওয়া হয়। সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইউনুস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,সরকারী কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা ১৯৮২ সংশোধিত ২০১৮ এর বিধি লঙ্ঘন ও শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাকে এ নোটিশ দেওয়া হয়েছে।
নুরুল ইসলাম এর আগে ৯৭ নং দক্ষিণ সাপলেজা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। এ বছরের জানুয়ারি মাসে তিনি বদলি হন।এর আগেও কর্মস্থলে অনুপস্থিতির জন্য একাধিকার তাকে কারন দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।২০২১ সালের ১ নভেম্বর উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর কৃষ্ণ গোপাল প্রামানিক এবং ২০২২ সালের ১৪ মার্চ সহকারী শিক্ষা অফিসার হেমায়েত গাজী ৯৭ নং দক্ষিণ সাপলেজা সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।এ সময় তারা প্রধান শিক্ষক নুরুল ইসলামকে অননুমোদিত অনুপস্থিত পান।
জানা গেছে, প্রধান শিক্ষক নুরুল ইসলাম কাজে ফাঁকি দিয়ে শিক্ষকতার মত একটি মহান পেশা চালিয়ে আসছেন।যার ফলে বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিঘ্নিত হচ্ছে প্রশাসনিক শৃঙ্খলা। সরকারী কর্মচারী বিধিমালা অনুযায়ী এটি শাস্তিযোগ্য অপরাধ।অভিযোগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে কোন প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে না।
শুধু শোকজ দিয়েই লোক দেখানো দায়সারা দায়িত্ব পালন করেন তারা।যদিও কর্মস্থলে অননুমোদিত শিক্ষকদের শাস্তি এবং তাদের সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে নির্দেশ রয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন