অনেক উন্নত দেশ যা পারেনি বাংলাদেশ তা করে দেখিয়েছে
টানা ২০ দিনের সফর শেষে দেশে ফিরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ যা করে দেছিয়েছে; অনেক উন্নত দেশও তা করে দেখানোর সাহস করতে পারেনি। এতে করে আন্তর্জাতিক ভাবে বাংলাদেশের ভাবমূর্তি আগের যেকোনো সময়ের থেকে বেড়েছে।
দেশে ফিরে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে গুণীজনদের সঙ্গে মত বিনিময়ের পরে দেয়া এক বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ব্যাপারে তিনি বলেন, ‘মানুষ মানুষের জন্য। বিপন্ন মানুষকে আশয় দেওয়া যেকোনও মানুষের দায়িত্ব। মানবেতর জীবনযাপন করছিল তারা (রোহিঙ্গারা), তাদের ওপর অত্যাচার চলছিল। প্রথমে যখন তারা আসছিল তখনও আমরা জানি না আসলে কী অবস্থা। যেভাবে গণহত্যা ঘটছে তা জেনে তখন খুব স্বাভাবিকভাবে তাদের আশ্রয় দিতে হলো।’
তিনি আরও বলেন, ‘যদি প্রয়োজন হয় একবেলা খাবো, আরেকবেলার খাবার ওদের ভাগ করে দেবো। বাংলাদেশ যদি এ অবস্থান না নিত তাহলে আন্তর্জাতিক সম্প্রদায়ের এত দৃষ্টি আকর্ষণ করতে পারত না।’
৯টা ২০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট হয়ে ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে পৌঁছান তিনি।
তাকে বরণ করে নিতে বিমানবন্দরে এসময় উপস্থিত ছিলেন মন্ত্রিসভার সদস্য, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং সমাজের বিশিষ্ট ও গুণীজনেরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন