কুড়িগ্রামে রুহুল কবির রিজভী
অন্তর্বতীকালীন সরকারের এনসিপির সাথে সম্পর্ক থাকায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে

কুড়িগ্রামে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, উপদেষ্টারা সীমানার বাইরে কথা বলছেন, তিনি প্রশ্ন রাখেন আপনারা তরুন, আপনারা ছাত্র আপনাদের কি অভিজ্ঞতা আছে মন্ত্রিত্ব চালানোর।আপনাদের একটা পানের দোকান চালানোর অভিজ্ঞতাও ছিল না।
কিন্তু আপনারা দল খুলেছেন, আর এই এনছিপির সাথে অন্তর্বতীকালীন সরকারের সম্পর্ক থাকায় নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তিনি জিরো বলেন,আমরা এখনও অন্তর্বতী সরকারের উপর আস্থা রাখছি কিন্তু কতদিন আশীর্বাদ রাখতে পারবো তা জানিনা।
এ সময় তিনি বলেন ছাত্ররা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকবে তারা কেন সচিবালয়ে, ডিসি অফিসে।
এ সময় তিনি ইসলামী দলগুলোর উদ্দেশ্য বলেন শহীদ জিয়া ও বেগম জিয়ার আনুকুল্যে দল করছেন কিন্তু এখন ওয়াদা ভঙ্গ করছেন।
আজ আমরা বিএনপি পরিবার আয়োজিত ২৪ এর আন্দোলনে শহীদ ১০ পরিবারের কাছে সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমরা বিএনপি পরিবার এর উপদেষ্টা আতিকুর রহমান রুমন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, বিএনপি জাতীয় নিঅবাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান,সাবেক আহবায়ক উমর ফারুক, সাবেক মেয়র আবু বকর সিদ্দিক, সাবেক উপজেলা সভাপতি আব্দুল আজিজ,সাবেক সাংগঠনিক সম্পাদক সহিরুজ্জামান সাজু সহ নেতৃবৃন্দ।


এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন