মাহমুদুর রহমান মান্না

অন্তর্বর্তী সরকার সফল হতে পারছে না

রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারের সাফল্য কামনা করে; কিন্তু সরকার সফল হতে পারছে না। জনগণের জীবনের বিনিময়ে অর্জিত এই বিজয় যেন কেউ হাইজ্যাক না করে সে বিষয়ে সজাগ থাকতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের আয়োজিত সমাবেশে এসব কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ঘোষণা দিয়ে লিফলেট বিতরণ করছে, অথচ সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এক শেখ হাসিনার দাপটে দেশ তছনছ হয়ে গেছে। এরপরও রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো পরিবর্তন হচ্ছে না।

তিনি আরও বলেন, বাংলাদেশের শাসন ব্যবস্থায় গুণগত মান কম, অমানবিকতা বেশি। দেশের শীর্ষ থেকে নীচ পর্যন্ত গনতন্ত্র বাস্তবায়ন করা না গেলে গুনগত মানের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। দেশ পরিচালনায় গণতন্ত্রের বিকল্প নেই। তাই রাজনীতিতে সিভিল সোস্যাইটি ও সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়াতে হবে।

এসময় যৌথ বাহিনীর অভিযানে আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনার বিচার দাবিতে এক সমাবেশে অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে মান-সম্মানসহ বিদায় নেওয়ার আহ্বান জানান তিনি।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দ্রব্যমূল্য বাড়ছে। আইনশৃঙ্খলার পরিস্থিতি ভালো নয়, প্রশাসনে কোনো শৃঙ্খলা নেই। দ্রুত নির্বাচন দিয়ে মানসম্মান নিয়ে চলে যান। নইলে পরিণতি খারাপ হতে পারে। সংস্কারের নামে দীর্ঘসূত্রতা করবেন না।’

তিনি বলেন, ‘ড. ইউনূস এই কথা বলতে পারেন না যে, ‘‘ছাত্রদের রাজনৈতিক দল করার সুযোগ করে দিতে চাই। ওদের অধিকার আছে।’’ বিতর্ক সৃষ্টি করবেন না। আগে বলেছিলাম সরকারকে ৩ বছর সময় দিতে হবে। কিন্তু এখন বলছি, যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে হবে। দিনকে দিন বিতর্ক ও বিভক্তি বাড়ছে। সরকার কোনো ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অর্জন দেখাতে পারেনি।’

এ সময় কুমিল্লার যুবদল নেতা তৌহিদ ইসলামকে কেন উঠিয়ে নেয়া হয়েছিলো তার ব্যাখ্যা চান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।