অপপ্রচারকারীদের জবাবদিহির আনা হবে: তথ্য প্রতিমন্ত্রী
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/01/তথ্য-ও-সম্প্রচার-প্রতিমন্ত্রী-মোহাম্মদ-আলী-আরাফাত.webp)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
‘অপপ্রচারকারীদের জবাবদিহির আওতায় আনা হবে।’
রবিবার দুপুরে সচিবালয়ে প্রথম কর্মদিবসে উপস্থিত কর্মকর্তা–কর্মচারী ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এ কথা বলেন।
বেলা সাড়ে ১১টার দিকে দপ্তরে আসেন আসেন আওয়ামী লীগ সরকারের নতুন মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়া মোহাম্মদ আলী আরাফাত।
মন্ত্রীর আগমন উপলক্ষে মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ফুলের তোড়া নিয়ে অপেক্ষা করতে থাকেন। মন্ত্রী সচিবালয়ে আসার পর প্রতিমন্ত্রীর কক্ষে যান। এরপর তিনি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তিনি কাজ করবেন। তিনি বলেন, ‘তথ্যের অবাধ প্রবাহ ও মতপ্রকাশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনার অংশ। এ বিষয়ে সরকারের পূর্ণাঙ্গ প্রতিশ্রুতি রয়েছে। গণতন্ত্রের স্বার্থে, দেশের অগ্রগতির স্বার্থে তথ্যের অবাধ প্রবাহ, মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। বর্তমান সরকার তা নিশ্চিত করেছে। আগামী দিনেও তা অব্যাহত থাকবে।’
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘কোনো গোষ্ঠী যদি অপপ্রচার করে, মতপ্রকাশের স্বাধীনতার অপব্যবহার করে, সেটা গণতন্ত্র ও সাধারণ মানুষের জন্য ক্ষতিকর। কারণ, মানুষ তা চায় না। যখন কেউ সাধারণ মানুষকে ধোঁকা দেয়, অসত্য তথ্য দেয়, সেটা মানুষের ওপর অবিচার হয়।’
প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে তথ্য মন্ত্রণালয়ের একটা সম্পর্ক আছে। ভবিষ্যতে তিনি পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের কাছ থেকে সহযোগিতা প্রত্যাশা করেন। পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদও সহযোগিতা করার আশ্বাস দেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন