অপ্রস্তুত পরিণীতির পোশাক ঠিক করে দিলেন সিদ্ধার্থ

ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছেলে আকাশ আম্বানির বাগদানের অনুষ্ঠানে পোশাক নিয়ে অপ্রস্তুত পরিস্থিতির মধ্যে পড়তে হলো অভিনেত্রী পরিণীতি চোপড়াকে। আর এমন পরিস্থিতিতে পরিণীতির পাশে দাঁড়ালেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা।

ভারতীয় গণমাধ্যমের খবর, সোমবার আকাশ-শ্লোকের বাগদানের অনুষ্ঠানে যোগ দিতে গাড়ি থেকে সবেমাত্র নেমেছেন পরিণীতি। সাথে সাথে সমস্ত ক্যামেরার ফ্ল্যাশ তাঁর দিকে গিয়ে পড়ে। আর ঠিক সেই মুহূর্তেই পরিণীতির পোশাকের পিঠের দিকে থাকা চেন খুলে যায়। সেই অপ্রস্তুত পরিস্থিতি থেকে পরিণীতিকে রক্ষা করেন সিদ্ধার্থ মালহোত্রা। সেই সময় সিদ্ধার্থ গাড়িতে থাকলেও গাড়ি থেকে নেমে পরিণীতির পোশাকের চেন আটকে দেন সিদ্ধার্থ। সেই ছবিও সাংবাদিকদের ক্যামেরায় ধরা পড়ে। যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।