অবনতি ঘটলেও দক্ষিণ এশিয়ায় শান্তিতে তৃতীয় বাংলাদেশ
বিশ্ব শান্তি সূচকে গত বছরের চেয়ে চলতি বছর বাংলাদেশের একধাপ অবনতি ঘটেছে। অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস ১৬৩ দেশের ‘বৈশ্বিক শান্তি সূচক-২০১৭’ প্রকাশ করেছে। গত বছর এই সূচকে ৮৩তম হলেও চলতি বছরে একধাপ পিছিয়ে ৮৪তম অবস্থানে রয়েছে বাংলাদেশ।
তবে দক্ষিণ এশিয়ার মধ্যে শান্তিপূর্ণ দেশের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ (৮৪তম)। বৈশ্বিক শান্তি সূচকে (জিপিআই) গত বছরের মতো এবারও বাংলাদেশের পেছনে রয়েছে দক্ষিণ এশিয়ার ভারত (১৩৭তম), পাকিস্তান (১৫২তম) ও নেপাল (৯৩তম)।
এতে বলা হয়েছে, বৈশ্বিক শান্তি সূচকে (জিপিআই) ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম হলেও দক্ষিণ এশিয়ায় সবার ওপর রয়েছে ভুটান (১৩তম), এরপর রয়েছে সিঙ্গাপুর (২১তম)। এছাড়া তৃতীয় স্থানে বাংলাদেশ।
বৈশ্বিক এ শান্তি সূচকে বাংলাদেশের স্কোর ২ দশমিক ০৩৫। সিডনিভিত্তিক এই থিঙ্ক ট্যাংক সংস্থা বলছে, বৈশ্বিক পর্যায়ে শান্তির অবনতি ঘটেছে ২.১৪ শতাংশ। এর মধ্যে ৮০ দেশের মধ্যে শান্তির উন্নতি ঘটলেও অবনতি ঘটেছে ৮৩ দেশে।
গত বছরের মতো চলতি বছরও সবচেয়ে শান্তিপূর্ণ দেশের খেতাব দখল করেছে আইসল্যান্ড (১ম)। এরপরই রয়েছে নিউজিল্যান্ড (২য়), পর্তুগাল (৩য়), অস্ট্রিয়া (৪র্থ), ডেনমার্ক (৫ম), চেক রিপাবলিক (৬ষ্ঠ), স্লোভেনিয়া (৭ম), কানাডা (৮ম), সুইজারল্যান্ড (৯ম) এবং আয়ারল্যান্ড (১০ম)।
এছাড়া সবচেয়ে কম শান্তিপূর্ণ ১০ দেশের মধ্যে গত বছরের অবস্থান ধরে রেখেছে সিরিয়া (১৬৩তম)। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার ওপর রয়েছে আফগানিস্তান (১৬২তম), ইরাক (১৬১তম), দক্ষিণ সুদান (১৬০তম), ইয়েমেন (১৫৯ তম), সোমালিয়া (১৫৮তম), লিবিয়া (১৫৭তম), সুদান ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক যৌথভাবে (১৫৫তম), ইউক্রেন (১৫৪তম)।
সমাজে বিদ্যমান সহিংসতা, হত্যা, বেসামরিক নাগরিকের হাতে অস্ত্র, অভ্যন্তরীণ দ্বন্দ্ব-সংঘাত, রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করে শান্তি সূচক নির্ধারণ করেছে ইনস্টিটিউট ফর ইকোনমিকস অ্যান্ড পিস। সমাজে শান্তি ও নিরাপত্তা, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক পর্যায়ের দ্বন্দ্বের সঙ্গে সম্পৃক্ততা এবং সন্ত্রাসী তৎপরতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয় এই সূচক নির্ধারণে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন