অবশেষে ছাড়পত্র পেয়েছে নিপুণের ধূসর কুয়াশা
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/02/nipun-20180202180948.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে নির্মিত ‘ধূসর কুয়াশা’ ছবির সব কাজ শেষ হয়েছিল অনেক আগেই। কিন্তু গেলো বছরের জুলাই মাসে ছাড়পত্রের জন্য জমা পড়লেও প্রতিবারই আটকে যাচ্ছিল সেন্সর বোর্ডে।
শিশু পাচার, ধর্ষণ, নারীকে নিলামে তুলে বিক্রি করার ঘটনাগুলো অসংলগ্নভাবে উপস্থাপনের অভিযোগে এতদিন আটকে ছিল অভিনেত্রী নিপুণ অভিনীত ছবিটি। অবশেষে এটি সেন্সর পার হবার যোগ্যতা পেয়েছে।
জানা গেছে, তৃতীয়বারের মতো সংশোধন করে আবেদনের পর সেন্সর ছাড়পত্র পেয়েছে চিত্রপরিচালক উত্তম আকাশের চলচ্চিত্র ‘ধূসর কুয়াশা’।
গত বৃহস্পতিবার প্রযোজকদের হাতে ছবির সেন্সর ছাড়পত্রটি তুলে দেয়া হয়। ত্রিভুজ প্রেমের গল্পের এ ছবিতে চিত্রনায়িকা নিপুণ ও পুষ্পিতা পপির বিপরীতে অভিনয় করেছেন নবাগত মুন্না।
নিপুণ বলেন, ‘ছবির কাজ শেষ করেছি অনেকদিন আগে। এবার তা সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেলো। ছবিতে একটি প্রেমের গল্প রয়েছে যেখানে আমার সঙ্গে দু’জন নবাগত কাজ করেছে। আশা করছি দর্শকরা ভালোভাবেই গ্রহণ করবেন।’
হিসাম মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিতে আরও অভিনয় করে রিনা খান,জাদু আজাদ,শিবা সানু প্রমুখ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন